Ebtedayee Somaponi Examination 2018 || Bangla Suggestion
ইবতেদায়ী শিক্ষা সমাপনী বাংলা সাজেশন
ইসমাইল এইচ খান
★
রচনা:
(১).পিতার প্রতি কর্তব্য।
(২).বাংলাদেশী সোনালী আশ।
(৩).সময়ের মুল্যে।
———
কবিতা:
(১).মুনা জাত।
(২).শিক্ষকের মর্যাদা।
(৩).রাখাল ছেলে।
(৪).বাংলা ভাষা।
সারমর্ম:-
(১) নাতে রাসুল।
(২) বাংলা ভাষা।
(৩) শিক্ষকের মর্যাদা।
(৪) মা।
——
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:-
(১).মাছে ভাতে বাঙালি কথাটির অর্থ কি? আমাদের কে কেন মাছে ভাতে বাঙ্গালী বলে ?
(২) বিদায় হজ্জের ভাষণের মুল বক্তব্য নিজের ভাষায় শিখ?
———
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:-
(১).আপন হাতের মুঠোয় পুরে কথাটির অর্থ কি?
(২). নবীর শিক্ষা কবিতা থেকে আমরা কি শিক্ষা পাই?
(৩).রাখাল ছেলে কবিতায় পল্লী প্রকৃতির কি কী ফুটে উঠেছে?
———
ব্যাখ্যা:-
(১).চ ালাও সে পথে যে পথে তোমার
(২). ভালো মন্দ দোষ গুন আধার রাতে ধরে--ব্যাকরণ
———
(১). পদ কাকে বলে।পদ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও?
(২).ব্যাকরণ কাকে বলে ? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি?
(৩). ক্রিয়া কাল কাকে বলে কত প্রকার ও কি কি?
(৪).ভাষা কাকে বলে? ভাষা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও?






কোন মন্তব্য নেই: