Simple Social Image Hover Sharing Plugin for Blogger – Blogspot

Slider

sndrk থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.

Video

Article

News

Technology

Life & style

Gallery

Sports

কুরআন মাজীদ হোক শিশুর প্রথম অধ্যায় -- মাওলানা ইসমাইল হোসাইন আজাদী



কুরআন মাজীদ হোক শিশুর প্রথম অধ্যায়

- মাওলানা ইসমাইল হোসাইন আজাদী

 

অনেকে কুরআন মাজীদকে শুধু মুসলিমদের জন্য ব্যাকেট বন্ধী করে ফেলেছেন ! এটা ঠিক নয়। কেননা এ বিশ্বের সৃষ্টি কর্তা মহান আল্লাহ কুরআন প্রেরণ করেছেন সকল মানুষের জন্য। কোন বিশেষ ধর্ম-বর্ণ বা গোত্রের জন্য নয়।

 

শিশু-কিশোরদের সর্বপ্রথম কোরআনের পাঠদান করা উচিত। কোরআনের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করলে শিশুর জীবন বরকতময় হবে, হতে অত্যন্ত আনন্দময়। শিশু সৃষ্টি কর্তার অনুগ্রহ লাভ করবে। তা ছাড়া অভিজ্ঞতা বলে, শৈশবে শিশুরা অন্য বিষয়ের পাঠ গ্রহণ করতে না পারলেও তারা কোরআন রপ্ত করতে পারে। শৈশবই কোরআন শেখার সর্বোত্তম সময়।

 কেননা শৈশবে শিশুর মন বিক্ষিপ্ত থাকে না, তারা পূর্ণ মনোযোগসহ কোরআন শিখতে পারে। শিশুর জীবনে এর প্রভাবও অত্যন্ত ইতিবাচক। মুসলিম সমাজ ও সভ্যতার ঐতিহ্য হলো শিশুরা কোরআনের পাঠ গ্রহণের মাধ্যমে তাদের শিক্ষাজীবন শুরু করবে। কোরআন না শেখা পর্যন্ত অন্যান্য ইসলামী জ্ঞানের পাঠ তাদের দেওয়া হতো না।

  


        ইমাম নববী (রহ.) বলেন, ‘পূর্বসূরি আলেমরা কোরআন মুখস্থ না করা পর্যন্ত কাউকে হাদিস ও ফিকহ শেখাতেন না।’ (আল-মাজমু : /৩৮)

বড় হলে নিজে নিজে কোরআন পড়ে নেবে, এমন চিন্তা থেকে কেউ কেউ শিশুকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত রাখে। অভিজ্ঞতা বলে, এমন শিশুদের বেশির ভাগই পরবর্তী জীবনে কোরআন শেখার আগ্রহ খুঁজে পায় না। আর কেউ আগ্রহী হলেও কাজটি তাঁর জন্য সহজ থাকে না, কঠিন হয়ে যায়।

 

 

পরবর্তী জীবনে একদিকে যেমন একাগ্রতা থাকে না, নানা কারণে মন বিক্ষিপ্ত থাকে, অন্যদিকে তেমন ক্রমেই মানুষের ব্যস্ত বাড়তে থাকে। সময়-সুযোগ বের করাই সম্ভব হয় না। ঘর, সংসার, আয়-রোজগার বহু চিন্তা মাথায় কাজ করে। এত ঝামেলা এড়িয়ে ব্যক্তির পক্ষে কোরআন পাঠের জন্য সময় বের করা এবং তাতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়।

পারিপার্শ্বিক কারণে শিশুর মনে যদি কোরআন শেখার ব্যাপারে ভীতি সৃষ্টি হয়, তবে তাদের বোঝাতে আল্লাহ মানুষের জন্য কোরআন শেখা সহজ করেছেন।

 

 

ইরশাদ হয়েছে, ‘কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’ (সুরা কামার, আয়াত : ১৭)

শুধু কোরআন নয়; বরং আমি বলব সাধারণ শিক্ষার আগে শিশুকে প্রয়োজনীয় দ্বিনি শিক্ষা প্রদান করা উচিত। কেননা শিশুর মানসপটে প্রথমে যে বিষয়ের চিত্র অঙ্কিত হয়, তার প্রভাবই স্থায়ী ও সুদৃঢ় হয়। তাই শিশুকে প্রথমে দ্বিনি শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি শিশুকে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা দেওয়া সম্ভব না হয়, তবে কোরআনের কিছু অংশ শিখিয়ে তিলাওয়াত অব্যাহত রাখতে হবে। তারপর কিছু দ্বিনি বই-পুস্তক ও প্রয়োজনী মাসয়ালা-মাসায়েল মাতৃভাষায় হলেও শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষাটুকু কোনো আলেমের তত্ত্বাবধানে হওয়া উত্তম। কেননা তিনিই প্রয়োজনীয় দ্বিনি শিক্ষার সীমা ও শিক্ষা-সহায়ক বই-পুস্তক নির্ধারণের অধিক যোগ্যতা রাখেন। পাশাপাশি সতর্ক দৃষ্টিও রাখতে হবে। শিশুর ভেতর দ্বিন-পরিপন্থী কোনো বিষয় লক্ষ্য করলে বা ধর্মবিদ্বেষী মনোভাব দেখা দিলে সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করতে হবে। যদি মনে হয়, এটা শিক্ষার প্রভাব তবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করতেও দেরি করা যাবে না। কেননা আল্লাহ দ্বিনকে দুনিয়ার ওপর প্রাধান্য দিতে বলেছেন।

 

শিশুদের নেক সন্তান হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই তার প্রতি যত্নবান হতে হবে। বিশেষত তার মনমানসিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। যেন তাদের মন পাপে আসক্ত হয়ে না পড়ে। অনেকে শৈশবে শিশুর অন্যায় আবদারগুলোকে প্রশ্রয় দেয়। যা পরবর্তী সময়ে তাকে সুসন্তান হিসেবে গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়। এ জন্য মা-বাবার ইসলামী শিক্ষার অনুশীলন জরুরি। তাদেরই গুনাহমুক্ত পবিত্র পরিবেশ নিশ্চিত করতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো। (সুরা তাহরিম, আয়াত : ৬)

 

তবে শিশু প্রতিপালনে কঠোরতা পরিবর্তে নম্রতা অনুসরণ করাই বাঞ্ছনীয়। কেননা কঠোরতা শিশুর মন বিগড়ে দিতে পারে। তাদের আনন্দমুখর সুন্দর পরিবেশেই শিক্ষার সঠিক পথটি দেখিয়ে দিতে হবে। স্নেহ-মমতা শিশুকে বেশি প্রভাবিত করে শাসন ও কঠোরতার চেয়ে। আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুল (সা.) দিনের এক অংশে বের হন, তিনি আমার সঙ্গে কথা বলেননি এবং আমিও তাঁর সঙ্গে কথা বলিনি। অবশেষে তিনি বনু কাইনুকা বাজারে এলেন। (সেখান থেকে ফিরে) ফাতেমা (রা.)-এর ঘরের আঙিনায় বসলেন। অতঃপর বলেন, এখানে খোকা! তথা হাসান আছে কি? এখানে খোকা আছে কি? ফাতেমা (রা.) তাঁকে কিছুক্ষণ সময় দিলেন। আমার ধারণা হলো, তিনি তাঁকে পুঁতির মালা, সোনা-রুপা ছাড়া যা বাচ্চাদের পরানো হতো, পরাচ্ছিলেন (সাজিয়ে দিচ্ছিলেন)। তারপর তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন। তখন তিনি বলেন, ‘হে আল্লাহ, তুমি তাকে (হাসানকে) ভালোবাসো এবং তাকে যে ভালোবাসে তাকেও ভালোবাসো। ’ (সহিহ বুখারি, হাদিস : ২১২২)




Text Heare






ভবানীগঞ্জ এনায়েতিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার সকল শ্রেণির ফলাফল ২০২৩ PDF


ভবানীগঞ্জ এনায়েতিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার সকল শ্রেণির ফলাফল ২০২৩ PDF



অত্র ভবানীগঞ্জ এনায়েতিয়া মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।

আজ সকাল ৯ টায় মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা মঈন উদ্দিন সাহেব প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সকল রেজাল্ট এর কপি যাচাই-বাছাইও বিশ্লেষণ করে চূড়ান্ত ফলাফলের কপি মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা ইসমাইল হোসাইন সাহেবের নিকট হস্তান্তর করেন।

চূড়ান্ত ফলাফল এর সিট মাদ্রাসার ফেসবুক পেইজ ওয়েবসাইট এবং ইউটিউবে আজ বিকেল পাঁচটায় প্রকাশিত হলো।

ফলাফল পেতে এই DOWNLOAD বাটনে ক্লিক করুন- 








স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০১৮


স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০১৮

Sotontra Ebtedaee Madrasah Policy 2018




ডাউনলোড করতে ক্লিক করুন-   Download








مغني جديد في الأغنية القديمة - رَمَضان نشيد Ekti bochor Pore Abar (Ramadaan Song) Bangla Islamic Song | Ismail H Khan

مغني جديد في الأغنية القديمة  - رَمَضان نشيد



Ekti bochor Pore Abar (Ramadaan Song) Bangla Islamic Song - Ismail H Khan




Photo Gallery of Bhowanigonj Enayetia Madrasah




Photo Gallery of Bhowanigonj Enayetia Madrasah
Institute

Classroom

Students are delighted to find new books

District Education Officer visited Madrasa






Donate to Bhabaniganj Enayetiya Madrasah to provide helpless services




Dearest Brothers and Sister,
Assalamu Alaikum.

There are helpless service funds in South Bhabaniganj Enayetia Madrasa.
Through this financial support is provided to many meritorious and poor students.
The source of the fund's only income is the donation given to you.
In addition to the work of overall development of Madrasa, in your favor, poor helpless people were helped.







There is a zakat fund in this madrasa. You can pay Zakat for the poor students of these madrassas.

 The education life of 150 students of your donation will be enlightened in this sector. The role of the country's ideal citizens is immense.

Donate Address: Islami Bank Bangladesh Limited, Lakshmipur Branch, Account No. 26921

Or

Please enter this number- +88 01726-520330




Best Regards,
Muhammad Ismail Hossain Khan
Head teachers and secretaries
Bhabaniganj Enayetiya Ibtadei Madrasa
Bhowanigonj, Sadar-Lakshmipur,
Post Code-3702, Bangladesh.
Contact No- +88 01726-520330




Dirilis Ertugrul is a history-based adventurer who has found worldwide popular Turkish TV serials




Dirilis Ertugrul is a history-based adventurer who has found worldwide popular Turkish TV serials.



Aritugorul Gazi Who is the ancestor of Sultan Solaiman The hands of the Ottoman Empire started The Turkish TV serial "Dirilish Ertugrul", which created the true life story of the invincible "Ertugrul Gazi".











Ebtedayee Somaponi Examination 2018 || Bangla Suggestion || ইবতেদায়ী শিক্ষা সমাপনী বাংলা সাজেশন

Ebtedayee Somaponi Examination 2018 || Bangla Suggestion

ইবতেদায়ী শিক্ষা সমাপনী বাংলা সাজেশন
ইসমাইল এইচ খান




রচনা:
(১).পিতার প্রতি কর্তব্য।
(২).বাংলাদেশী সোনালী আশ।
(৩).সময়ের মুল্যে।
———
কবিতা:
(১).মুনা জাত।
(২).শিক্ষকের মর্যাদা।
(৩).রাখাল ছেলে।
(৪).বাংলা ভাষা।

সারমর্ম:-
(১) নাতে রাসুল।
(২) বাংলা ভাষা।
(৩) শিক্ষকের মর্যাদা।
 (৪) মা।
——

যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:-
(১).মাছে ভাতে বাঙালি কথাটির অর্থ কি? আমাদের কে কেন মাছে ভাতে বাঙ্গালী বলে ?
(২) বিদায় হজ্জের ভাষণের মুল বক্তব্য নিজের ভাষায় শিখ?
———
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:-
(১).আপন হাতের মুঠোয় পুরে কথাটির অর্থ কি?
(২). নবীর শিক্ষা কবিতা থেকে আমরা কি শিক্ষা পাই?
(৩).রাখাল ছেলে কবিতায় পল্লী প্রকৃতির কি কী ফুটে উঠেছে?
———

ব্যাখ্যা:-
(১).চ ালাও সে পথে যে পথে তোমার
(২). ভালো মন্দ দোষ গুন আধার রাতে ধরে--ব্যাকরণ
———
 (১). পদ কাকে বলে।পদ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও?
(২).ব্যাকরণ কাকে বলে ? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি?
(৩). ক্রিয়া কাল কাকে বলে কত প্রকার ও কি কি?
(৪).ভাষা কাকে বলে? ভাষা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও?