Simple Social Image Hover Sharing Plugin for Blogger – Blogspot

Slider

sndrk থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.

Video

Article

News

Technology

Life & style

Gallery

Sports

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ - গজল লিরিক্স



তোমাকে ডাকি যদি একবার আল্লাহ

-মাহমুদ আবদুল কাদির

 

লিরিক্স-

__________________________

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
যদি পথ ভুলে যাই
আমাকে দিয় ঠাই
 দিও দিশা এ-ই টুকো আবদার
আল্লাহ আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
আ--- আ---- আ---
 

দুনিয়ার বুকে আমি এক মুসাফির
বুনে যাই প্রতিদিন গোনাহের জ্বাল।
স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভীড়
আসবে কি কাংখিত সোনালি সকাল।  (আবার)
হয়ে গেলে পেরেশান
ও আমার রহমান ||
জিকিরে হতে দিয় একাকার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
আ--- আ---- আ---
 

বিরহের ব্যাথা গুলো বাড়ে প্রতিদিন
তুমি ছাড়া কে-- বলো করে দেবে দূর
তোমার দয়া প্রভু জানি সীমাহীন
ক্বল--বে দাও জ্বেলে  ইমানের নূর। 
বিরহের ব্যাথা গুলো বাড়ে প্রতিদিন
তুমি ছাড়া কে-- বলো করে দেবে দূর
তোমার দয়া প্রভু জানি সীমাহীন
ক্বল--বে দাও জ্বেলে  ইমানের নূর।
বেলা শেষে কেউ নেই
শান্তনা তোমাতেই
তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।

 






ফন্ট : Li Alinur Boisakh Unicode